স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা এগারোটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন-নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে যায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মাজারে ফুল দিয়ে বের হওয়ার সময় ব্যানার টাঙ্গানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে।পরে সংঘর্ষ মাজার ছাড়িয়ে ছড়িয়ে পড়ে উদ্যানে।

প্রায় ২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে কিল-ঘুষিতে আহত হন ১৫-২০ জন নেতাকর্মী। পরে সংগঠনের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

বর্তমানে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জিয়ার মাজার সংলগ্ন রাস্তা এবং উদ্যানে তল্লাশি চালাচ্ছে।

(ওএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)