ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “সমন্বিত ইঁদুর নিধন সুফল পাবে জনগণ” এই প্রতিপাদ্যের আলোকে ৭ অক্টোবর হতে ৬ নভেম্বর পর্যন্ত জাতীয় ইঁদুর নিধনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ব্লকে কৃষকদের হাতে কলমে ইঁদুর নিধন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের নেতৃত্বে উপজেলার নিজতুলন্দর, বড়হিত ও হারুয়া ব্লকের কৃষকদের জমির পানিতে ধান কাটা ও গৃহস্থালিতে ইঁদুরের উপদ্রব রোধের উপর বিভিন্ন কলা কৌশল শেখান ইঁদুর দমনে জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষক মাওলানা ফজলুল হক।

ঈশ্বরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খান, সোহেল রানা, শিল্পী আক্তার প্রমুখ।

(এন/এসপি/অক্টোবর ২১, ২০২০)