টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নছিমন, করিমন, ইজিবাইক ও রিকশা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ২১, ২০২০)