বিনোদন ডেস্ক, ঢাকা : অভিনেতা জাহিদ হাসান এবার নতুন রূপে দর্শকের জন্য হাজির হতে যাচ্ছেন। ‘ভাই’ নামে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে তাকে নতুন রূপে দেখা যাবে। গোলাম রাব্বানীর রচনায় ‘ভাই’ ধারাবাহিকটি নির্মাণ করবেন জাহিদ হাসান নিজেই। এ নাটকে দুই জমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন জাহিদ।

একই সঙ্গে বেশ কিছু নতুন লুকে নানা সময়ে নাটকে উপস্থিত থাকবেন তিনি। নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমি আসলে চেয়েছিলাম আমার একটি নতুন ইমেজ তৈরি করতে। এতদিন পর্দায় দর্শক যে জাহিদ হাসানকে দেখে এসেছেন তার থেকে বের হয়ে আমি নতুন ভাবে নিজেকে উপস্থিত করতে চেয়েছি। ‘ভাই’ নাটকের গল্পে আমি সে চরিত্রটা পেয়েছি। ইমোশন, কমেডি, প্রেম, থ্রিল, সরলতা, দুই ভাইয়ের সম্পর্কের রসায়ন সব কিছুই এ নাটকের গল্পে আছে। দর্শক অনেকদিন পর একটি ভালো নাটক দেখতে পারবেন বলে আমার বিশ্বাস।’ নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভাই শুধু একটি শব্দ না। ভাই একটি শক্তির নাম। ভাই একটি প্রতিষ্ঠান। দুই ভাইয়ের মাঝে সম্পর্ক এবং সে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ, ভাই কিভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখে। ভাইয়ের না দেখা কষ্ট। ভাইয়ের ক্ষমতা এসব বিষয় নিয়েই মূলত নাটকের গল্প বিস্তার হয়েছে। নানা ধরনের ভাই চরিত্র এ নাটকে আমরা দেখাবো।’ জাহিদ হাসান জানান, বর্তমানে নাটকটির স্ক্রীপ্ট এর কাজ চলছে। লোকেশন নির্বাচন ও অভিনয়শিল্পী নির্বাচনের কাজও চলছে। শিগগিরই এ নাটকের শুটিং শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।

(ওএস/এএস/মার্চ ১০, ২০১৪)