বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ায় এক নম্বর বয়ায় অবস্থানরত লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি এইচ আর রেভিউলেশন নামের একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় ওই জাহাজের মধ্যে তার মৃত্যুর পর মোংলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার সকালে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে ময়না তদন্ত রিপোর্ট পেলেই বিদেশী এই নাবিকের মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. ফকর উদ্দিন জানান, মিয়ানমারের ইয়াংগুন বন্দর থেকে ছেড়ে আসা লাইব্রেরিয়া পতাকাবাহী এমভি এইচ আর রেভিউলেশন নামক জাহাজটি প্রায় ২৭৭ মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের হাড়বাড়িয়ার এক নম্বর বয়ায় নোঙ্গর করে। ওই জাহাজটিতে দ্বিতীয় প্রকৌশলীর দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের।

শনিবার সন্ধ্যায় জাহাজেই মধ্যে তার মৃত্যু হয়। জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর মোংলা বন্দর স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। মোংলা বন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. আসিফ সন্ধ্যা ৭টার দিকে ওই জাহাজটিতে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে কিংবা কিভাবেই তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। রাত পৌনে ১১টার দিকে জাহাজ থেকে ওই বিদেশীর লাশ নামিয়ে মোংলা থানা নিয়ে আসা হয়ে। পুলিশ লাশের সুরতহাল করেছে। বাগেরহাট হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্তের পর রিপোর্ট হাতে পেলেই এই নাবিকের মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে।

লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি এইচ আর রেভিউলেশন নামের এই জাহাজটিতে ১৫ জন বিদেশী নাবিক রয়েছে। এরমধ্যে ৯ জন ফিলিপাইনের, ৩ জন রাশিয়ার ও ৩ জন রোমানিয়ার নাগরিক।

(এসএকে/এসপি/অক্টোবর ২৫, ২০২০)