স্টাফ রিপোর্টার : দেশটা যেন আজ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কোরিয়ান ভিসা দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এখন এক প্রকার অবরুদ্ধ হয়ে রয়েছেন।

মান্না বলেন, ধীরে ধীরে মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটের অধিকার, কথা বলার অধিকার, কাজের অধিকার, ভাতের অধিকার।

অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কানে যেন দুঃখী মানুষের কথা না পৌঁছায় সেজন্য, সমাবেশে মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

২০১২ সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রায় এক হাজার ৬৬০ জনকে কোরিয়ান ভিসা দেওয়া হচ্ছে না। এর কোনো উত্তর কেউ দিতে পারছেন না। এর মধ্যেই নিশ্চয়ই কোনো ধান্ধাবাজি হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণরা চোর বা অপরাধী নন। তবে কেন তাদের যেতে দেওয়া হচ্ছে না, বলেন মান্না।

তিনি বলেন, দেশে কাজের অভাব বলেই মানুষ বিদেশে যেতে চান। আর প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থে আমাদের আয় হয়। বিদেশে শ্রমিক পাঠাতে পারলে আমাদেরই ভালো।

এদিকে, আন্তর্জাতিক মানবতা দিবস উপলক্ষে বালাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতেও বক্তব্য রাখেন তিনি।

(ওএস/এটিআর/আগস্ট ১৮, ২০১৪)