চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে হাজ্বী সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী মসজিদ প্রাঙ্গণে চলতি বছর হজ্বযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা হাজ্বী সমিতির সভাপতি আলহাজ্ব মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন, আলহাজ্ব মো. বদিউজ্জামান পাঠান, আলহাজ্ব ডা. মো. আব্দুল মজিদ, চাটমোহর যাকাত ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক জকি, আলহাজ্ব মো. আনিছুর রহমান প্রমুখ।
প্রধান প্রশিক্ষণ হিসেবে বাস্তবভিত্তিক ধারণা দেন ও আখেরী মোনাজাত পরিচালনা করেন রেলবাজার কওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব ক্কারী মো. আরশেদ আলী। প্রশিক্ষণ পরিচালনা করেন আলহাজ্ব মো. আলাউদ্দিন মিয়া। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৮৯ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। এর মধ্যে ৭২ জন পুরুষ ও ১৩ জন মহিলা।
(এসএইচএম/এএস/আগস্ট ১৮, ২০১৪)