মাগুরা প্রতিনিধি : ১৯ আগষ্ট ভাষা সৈনিক হামিদুজ্জামান এহিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত মাগুরা নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ভাষা সৈনিক হামিদুজ্জামান এহিয়া ভাষা আন্দোলনে ছাত্রাবস্থায় নেতৃত্ব দেয়ার কারনে তার গ্রামের বাড়ি নাকোল থেকে বেলুচ আর্মড ফোর্সের হাতে ১৯৫৪ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন। এ কারনে তিনি জননেতা হোসেন শহীদ সোহরাওর্দীর সান্নিধ্য ও আর্শিবাদ লাভ করেন। তিনি মাগুরা শ্রীপুর নাকোল, মাগুরা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের যৌক্তিকতা তুলে ও মিছিলে নেতৃত্ব দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ইকবাল হল থেকে আসা একদল ছাত্রে সাথে মাগুরার বিভিন্ন অঞ্চলে ভাষা আন্দোলনে বলিষ্ঠভাবে কাজ করেন। ভাষা আন্দোলনে গৌরবদীপ্ত ভূমিকা রাখার কারণে কৃতি স্বরুপ ভাষা সৈনিক হামিদুজ্জামান এহিয়াকে ভাষা ‘আন্দোলন গবেষণা কেন্দ্র ও সাপ্তাহিক সমধারা পত্রিকার’ পক্ষ থেকে সম্প্রতি মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া বর্তমান সরকার মাগুরা নাকোলের একটি সড়ক তার নামে নাম করণ করেছে।
(ডিসি/এএস/আগস্ট ১৮, ২০১৪)