আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ মো. ইছা, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মো, আওলাদ হোসেন, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, উদ্যোক্তা শিক্ষার্থী মনিরা আক্তার ও স্বপন কুমার হালদার প্রমুখ। পরে পাঁচজন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব ও যুব মহিলাদের মাঝে তিন লক্ষ ১৫ হাজার টাকা ঋণের চেক বিতরন করা হয়।

(এসএন/এসপি/নভেম্বর ০১, ২০২০)