গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ ও নেত্রকোনার সামীন্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জকে থানায় উন্নীতকরন ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রবিবার (১নভেম্বর) স্থানীয় সংগঠন ‘শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদে’র উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের দেয়া স্মারকলিপির দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

স্মারকলিপির ৯ দফা দাবিগুলো হল- শ্যামগঞ্জ বাজারে গণশৌচাগার, ডাস্টবিন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, শহীদ সুধীর বড়–য়ার স্মৃতিসৌধ সংস্কার ও শ্যামগঞ্জ রেলওয়ে মাঠের পুকুর সংস্কার করে ময়লা-আবর্জনা অপসারণ, শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ খেলার উপযোগীকরণ, শ্যামগঞ্জ গৌরীপুর আঞ্চলিক সড়ক সংস্কার, সোয়াই নদীর সীমানা নির্ধারণ করে পুনঃখনন, শ্যামগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ, শ্যামগঞ্জে গ্যাস সরবরাহ, শ্যামগঞ্জে থানা প্রতিষ্ঠা এবং শ্যামগঞ্জ, জালশুকা ও হিরণপুর রেল ক্রসিংয়ে গেইটম্যান নিয়োগ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সদস্য উপাধ্যক্ষ এমদাদুল হক, শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমরেড হারুন আল বারী, সদস্য আনিসুজ্জামান পল, আব্দুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ পৌর শাখার সভাপতি ইয়াহিয়া মাহমুদ, আমিরুল মোমেনীন, ওবায়দুর রহমান প্রমুখ।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২০)