রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অস্ত্রের মুখে জিম্মি করে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের কাছ থেকে তার বাজাজ মটরসাইকেল, ৩টি স্বাক্ষর করা চেক ও জোর করে ৫খানা নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে নেওয়ার ঘটনায় অীভযোগ দেওয়ার সাত দিনেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণে করেনি। সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা করিম সুপার মার্কেটে এঘটনা ঘটে। 

কালিগঞ্জ উপজেলার ভাঙানমারির রহিম বক্স কারিকরের ছেলে মনিরুল ইসলাম জানান,তার স্ত্রীর অসুস্থতা ও জমি কেনার জন্য পূর্বনলতা গ্রামের আবেদ সরদারের,ছেলে মোঃ সাদ্দাম হোসেন কাছ থেকে চলতি বছরের ১ এপ্রিলে মাসিক ৫হাজার টাকা সুদ দেওয়ার চুক্তিতে ৪৫ হাজার টাকা নেন। পরবর্তীতে ৩০মে সুদাসল সমুৃদয় টাকা পরিশোধ করে দেন। টাকা পরিশোধ পর ৩জুন সকাল ৭টায় মনিরুল ইসলাম নলতা হাটখোলায় করিম সুপার মার্কেটের ২য় গলিতে আসলে সুদখোর সাদ্দাম হোসেন ও তার সহযোগি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইন্দ্রনগর গ্রামের ফেরাজতুল্লাহ ওরফে গান্ডারের ছেলে আনারুল ইসলাম, ইছাপুরের বশির উদ্দীন শেখের ছেলে আবুল কালামসহ ৪/৫ জন দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে তার (মনিরুলের) লাল রংয়ের প্লাটিনা বাজাজ মটরসাইকেল যার রেজিঃ নং- সাতক্ষীরা- হ-১৬৮৮২০ মটরসাইকেলটি ও মটরসাইকেলের কাগজপত্র সহ তার কাছে থাকা স্বাক্ষরকৃত বাংলাদেশ কৃষি ব্যংক কালিগঞ্জ শাখার এস.বি.ডি ১৬৭৭০৪৫, এস.বি.ডি ১৬৭৭০৪৩ ও এস.বি.ডি ১৬৭৭০৪৪ নং চেক ছিনতাই করে নেয়। এছাড়াও সুদখোরদের কাছে থাকা ৫খানা ১০০ টাকা ও ১খানা ৫০ টাকার অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ সময় তিনি চিৎকার করায় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা চলে যায়।

মনিরুল আরো জানায় সুদখোররা পরষ্পর যোগসাজসে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া চেকে ইচ্ছামত টাকার অংক লিখে ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে ইচ্ছামত লিখে, বা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিড দেখিয়ে তার মোটর সাইকেলের মালিকানাসহ নানা ষড়যন্ত্র করে আসছে। তিনি বিষয়টি নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় ও নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সদস্যদের জানানোর পরও কোন প্রতিকার না পাওয়ায় অবশেষে ২৫ অক্টোবর কালিগঞ্জ থানায় একাটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তভার পেয়েও উপপরিদর্শক আজিম রোববার পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

জানতে চাইলে কালিগঞ্জ থানার উপপরিদর্শক আজিম বলেন, সোমবার সন্ধ্যায় তিনি উভয়পক্ষকে নিয়ে বসাবসি করবেন।

(আরকে/এসপি/নভেম্বর ০১, ২০২০)