রাজন্য রুহানি, জামালপুর : উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম বিকৃতি করে বক্তৃতা করায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজমত আলী মাস্টারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বক্তৃতাটি আপত্তিকর, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও বিব্রতকর উল্লেখ করে শনিবার (৩১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় ওই ইউনিয়ন সভাপতিকে সাময়িক বহিষ্কার করা হয়।

রবিবার (১ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর সরিষাবাড়ি মাহমুদা সালাম তালুকদার কলেজে অনুষ্ঠিত এক সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার নাম বিকৃতি করে উপজেলার মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজমত আলী মাস্টার বক্তৃতা করেছেন। পরবর্তীতে এ বক্তব্যের ভিডিও ফুটেজ জেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়। বিষয়টি আপত্তিকর, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও বিব্রতকর হওয়ায় ওই সভাপতিকে সাময়িক বহিষ্কার করে পত্র দেওয়া হয়েছে।

চূড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না, সেজন্য পত্রপ্রাপ্তির ৭ দিনের মধ্যে ওই সভাপতিকে জবাব দিতে বলা হয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ০১, ২০২০)