সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজী সেনা কর্মকর্তার বাড়ীতে ডাকাতী ঘটনায় আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীমসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে উপজেলার চর কৃষ্ণজয় গ্রামে সেনা কর্মকর্তা ইকবাল হোসাইনের বাড়ীতে ডাকাতীর ঘটনায় অভিযোগ পত্রে নাম থাকায় আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান মিলনকে গ্রেপ্তার করেছে কোর্ট পুলিশ। শামীম চর কৃষ্ণজয় গ্রামের আবদুল হাদির ছেলে ও মিলন চর লামছি ডুব্বা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো, সাজেদুল ইসলাম জানান, ডাকাতী মামলায় তাদের বিরদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা আসার পর থেকে তারা পলাতক ছিল। এছাড়া তাদের বিরুদ্বে দুটি করে মামলা ফেনী আদালতে বিচারাধিন।

(এম/এসপি/নভেম্বর ০১, ২০২০)