কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নদী ভাঙ্গনের কবল থেকে বেড়িবাঁধ ও ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের শতশত মানুষ।

সোমবার সকালে স্থানীয় গ্রামবাসীদের উদ্যেগে রমজানপুর বাঁধের উপর এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

কলাপাড়ার সোনাতলা নদীর ঢেউয়ের তোড়ে গত একমাসে অন্তত পাঁচশ ফুট ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙ্গনের মুখে রয়েছে শতশত বসত ঘর, ফসলী জমি ও বেড়িবাঁধ। প্রতিদিনই সোনাতলা নদীর ভাঙ্গনে বিস্তীর্ন এলাকা বিলীন হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষ। মানববন্ধনে উপস্থিত মানুষের দাবি জরুরী ভিত্তিতে রমজানপুর বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক। মানববন্ধনে অংশ নেয়া মো. নুর মোহাম্মদ জানান, এখন যেভাবে বেড়িবাঁধ ভাঙছে, তাতে গ্রামের মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। অমাবশ্যা ও পূর্নিমার জো’এলেই আতংকিত হয়ে পড়ে গ্রামের মানুষ।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অফিস সূত্রে জানাযায়, রমজানপুর গ্রামের বেড়িবাঁধ মেরামতের জন্য বাজেট পাঠানো হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে বিধ্বস্ত বাঁধটি সংষ্কার করা হবে।

(ওএস/এটিআর/আগস্ট ১৮, ২০১৪)