রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে ৭টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে, ৩ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড় ঘটিকায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামে।

ক্ষতিগ্রন্থ পরিবারটি জানায়, ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বাবলু মিয়ার গোয়াল ঘরে ৩নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড় ঘটিকায় আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো ঘর প্রজ্বলিত হয়ে উঠে। এতে গোয়াল ঘরে থাকা ৯টি গরুর মধ্যে ৭টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ২টি গরুর অবস্থা আশংকাজনক। বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় ১ ঘন্টা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে প্রায় ৭লক্ষাধিক

টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে অনেকে ধারনা করছেন কয়েলের আগুন থেকে সূত্রপাত ঘটতে পারে। কিন্তু ক্ষতিগ্রস্থ পরিবারটির ধারনা শত্রুতাবশত কেউ হয়তো আগুন লাগিয়ে দিতে পারে। বাবলু মিয়া গরু হারিয়ে এখন শয্যাশায়ী। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিশ্চিত করেছেন।

(পিএস/এসপি/নভেম্বর ০৪, ২০২০)