পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন বরগুনার পাথরঘাটার বীর মুত্তিযোদ্ধা আ.মন্নান খলিফা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান খলিফা বলেন, প্রতিবেশি হেমায়েত গাজী, মনির গাজী, বশির গাজী সহ কয়েক ব্যক্তি সকল মুক্তিযোদ্ধাদের ভূয়া বলছে এবং তাকেও বিভিন্ন সময ভুযা মুক্তিযোদ্ধাসহ অশালিন বাসায় নানা মন্ত্যব্য ছুঁড়ে দিচ্ছে।

এ ছাড়াও প্রকাশ্যে কামারহাট বাজারে জামার কলার ধরে তাকে মারধর করে। এ কারণে সামাজিক ভাবে হেয়সহ সম্মানহানি হওয়ায় ন্যায় বিচারের চেয়ে গত ১১ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-২০৬ নং মামলা করেন। আদালত ওইদিনই ওসি, পিবিআই পটুয়াখালীকে তদন্তের জন্য আদেশ দেন। ওই মামলার জের ধরে আসামীরা তাকে বিভিন্ন সময় প্রাননাশের হুমকি দিয়ে আসছে। যার কারণে তিনিসহ তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তিনি আরও জানান, যে কোন সময় তাকে সহ তার পরিবার আসামিদের দ্বারা খুনসহ নানা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন তিনি।

(এটি/এসপি/নভেম্বর ০৫, ২০২০)