স্টাফ রিপোর্টার : রাজধানীর মাতুয়াইলে কোনাপাড়ায় ‘পাশা লাইট’ কারখানার গোডাউনে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেমরা কোনাপাড়া হাজি বাদশা মিয়া রোডের পাশা লাইটের গোডাউনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ৪টা ৫০ মিনিটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পৌঁছে সোয়া ৫টায়। এখন পর্যন্ত কয়েক দফায় মোট ১৬টি ইউনিট পাঠানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৫০ জনবল। এছাড়াও র‌্যাব, পুলিশ, রেডক্রিসেন্ট ও রোভারস্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০২০)