চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার নতুন গ্রামে টনের্ডোয় ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারের মাঝে রবিবার সন্ধ্যায় ত্রাণ সামগ্রী হিসেবে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।

নতুনগ্রাম বাজারে ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ৩০ কেজি চাল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার, পুংগলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এর বিশেষ বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
টর্ণেডোয় ক্ষতিগ্রস্থরা জানান, ক্ষতির পরিমান অনুযায়ী বরাদ্দ একে বারেই সামান্য। আরো সরকারী বরাদ্দ পেলে কিছুটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে। এখনো অনেকেই খোলা আকাশের নিচে বাস করছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন জানান, জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিত ভাবে এ বরাদ্দের ব্যবস্থা করেছেন। আরো সাহায্য পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
গত শুক্রবার মাত্র ৫ মিনিটের টর্ণেডোয় লন্ডভন্ড হয়ে যায় ফরিদপুর উপজেলার নতুন গ্রামের প্রায় ২৫টি পরিবারের ঘরবাড়ি। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমেন, পূঙ্গলী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে জেলা প্রশাসনকে অবহিত করা হয়।
(এইচএসএম/এএস/আগস্ট ১৮, ২০১৪)