স্টাফ রিপোর্টার : অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী। সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশিদুল ইসলাম আর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ফলাফল ঘোষণা করেন।

শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট। সহ-সভাপতি পদে এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে।

এদিকে, সহ-সাধারণ সম্পাদক পদে কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ৬৪ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের রেজাউল হক কৌশিক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চারটি সদস্য পদে নির্বাচিত হলেন যারা- সর্বোচ্চ ১৫০ ভোট পেয়ে রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির প্রথম, ১২৫ ভোট পেয়ে সময়ের আলোর বিশেষ প্রতিনিধি সৈয়দ শাহনেওয়াজ করিম দ্বিতীয়, ১১৭ ভোট পেয়ে ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের আজিজুর রহমান রিপন তৃতীয় এবং ১১৬ ভোট পেয়ে জনকণ্ঠের রহিম শেখ চতুর্থ।

এছাড়া পরাজিত দুই প্রতিদ্বন্দ্বী পেয়েছেন যথাক্রমে দৈনিক প্রথম কথার সুনীতি কুমার বিশ্বাস ১০৯ ভোট ও নিউজটুডের বদিউল আলম ১১৩ ভোট।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

এর আগে ২০১৮-১৯ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলাল। বিজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও গত মেয়াদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন পেশ সদস্যদের ভোটে পাস হয়।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২০)