ধামরাই (ঢাকা) প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মামলা, অগ্নি সংযোগ, নির্য়াতন ধর্ষণ লুটপাটের প্রতিবাদে ধামরাই উপজেলা হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের আয়োজনে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে এগারটায় ধামরাই পৌর এলাকার রথখোলায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নন্দ গোপাল সেনের নের্তৃত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসুচি পালন করে।

ধামরাই উপজেলা হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অজিত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুলাল সরকার, স্বর্ণ কমল ধর. শ্রী প্রশান্ত, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন প্রমূখ নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রথ খোলা থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে যাত্রাবাড়ি মাধব মন্দির মাঠে গিয়ে শেষ করে।

এ কর্মসুচিতে হিন্দু-বৌদ্ধ-খীষ্ট্রান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পোশর মানুষ অংশ গ্রহন করেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ০৭, ২০২০)