মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ‘নিজ বাড়ি নিজ হাসপাতাল-করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দুইদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম দ্বিতীয় দিনে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

সমাজ সেবক আব্দুর রউফ মাখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইনসেপ্টার উপ-মহা ব্যবস্থাপক জাহিদুল আলম,পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ডাক্তার জুবাইর হাসান তামিম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সাংবাদিক জাহিদ রহমান প্রমুখ।

‘ইনজিনিয়াস হেলথ কেয়ার’ এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার রাশিদুল হাসানের নেতৃত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পে একদল চিকিৎসক ফুসফুস ও ঠা-াজনিত রোগে আক্রান্ত চার শতাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, পরীক্ষা-নিরীক্ষাসহ তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২০)