মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় এই তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এঘটনায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথসহ দেশের সবগুলো গন্তব্যে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ছড়িয়ে পড়ে যাওয়ায় উৎসুক কতিপয় সাধারণ মানুষকে ড্রাম ও বোতলে করে ভরে বিনাবাঁধায় এই তেল সংগ্রহ করতে দেখা গেছে। তেলবাহী ওয়াগানটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন থেকে সিলেট যাচ্ছিল বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় সাতটি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন লাইনচ্যূত হয়েছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ‘উদ্ধারকারী ট্রেন আসতে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আখাউড়া জংশন থেকে এর মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে। কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতেও অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা।

(একে/এসপি/নভেম্বর ০৭, ২০২০)