চাটমোহর (পাবনা) প্রতিনিধি : স্কুলে টিফিনে সহপাঠিদের সাথে খেলতে খেলতে দেয়ালে মাথায় ধাক্কা খেয়ে ঝর্ণা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা দেড় টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুরস্থ সেন্ট রীটাস হাইস্কুলে।

আহত ঝর্ণা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে সেন্ট রীটাস হাইস্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সেন্ট রীটাস হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মনিকা বিবেরু জানান, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝর্ণা টিফিনে অন্যান্য সহপাঠিদের সাথে খেলা করছিল। হঠাৎ অসাবধানতা বশত: স্কুলের বিল্ডিয়ের সাথে মাথা ধাক্কা লাগলে রক্তক্ষরণ শুরু হয়। অভিভাবকদের খবর দিয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(এসএইচএম/এএস/আগস্ট ১৮, ২০১৪)