গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। 

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৮ নভেম্বর) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে তারাকান্দা উপজেলার খিচা এলাকায়। নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৩২) ও সিএনজি চালক মঞ্জু মিয়া (২৬)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত যাত্রী সিরাজুল ইসলাম ফুলপুর উপজেলার কালিখা গ্রামের রফুল ইসলামের ছেলে এবং চালক মঞ্জু মিয়া পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার সকালে তারাকান্দা উপজেলার মাধবপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা বাইপাস সড়ক হয়ে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উঠতেই নেত্রকোনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ২২-৯৮১৮) অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম নিহত হয়। অটোরিকশা চালক মঞ্জু মিয়াকে (২৬) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাাতালে পাঠানো হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০২০)