স্টাফ রিপোর্টার, দিনাজপুর : আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন,দিনাজপুরের কৃতি সন্তান  বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম.আমজাদ হোসেন।তিনি দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী ফাউন্ডেশন এবং আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারমান।  

বেলজিয়ামে অবস্থিত বিশ্বের ১১০টি দেশের অর্থোপেডিক সার্জনদের নিয়ে গঠিত অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি এন্ড ট্রমালোজি (SICOT)। এবার এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন,বাংলাদেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

জানা গেছে, আগামী ২০২০-২০২২ সালের নির্বাহী কমিটিতে তাঁকে এই সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সদা বিনয়ী, হাসোজ্জল শিক্ষানুরাগী এই মানুষটি মুলতঃ মানবতার সেবক।

উল্লেখ্য, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

(এস/এসপি/নভেম্বর ০৮, ২০২০)