কক্সবাজার প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস ১৫ আগষ্টে কবি অমিত চৌধুরী সম্পাদিত মূল্যায়ন এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

এতে রয়েছে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বরগুনার তৎকালিন এসডিও সিরাজ উদ্দিন আহমদের প্রচেষ্টায় প্রথম প্রতিবাদ, মুক্তবুদ্ধির প্রবক্তা আবুল ফজলের লেখা প্রথম প্রতিবাদী গল্প “ মৃতের আতœহত্যা ’’ সহ কবি নির্মলেন্দু গুণের প্রথম প্রতিবাদী “ আমি আজ কারো রক্ত চাইতে আসিনি ’’।

এর পাশাপাশি রয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান মুহাম্মদ হাবিবুর রহমানের কবিতা ও কাব্য “ কেমন করে পারলি তোর বল ’’ ও জুনজু রাইনের সমালোচনা এবং কলকাতার অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত ২৫ মার্চ ১৯৭১ এ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সংবাদ কাটিং বাড়তি আকর্ষণ হিসাবে সংযুক্ত রয়েছে। আরো রয়েছে বঙ্গবন্ধুর শেষ দিনের কর্মসূচির তালিকা সহ তোফায়েল আহমেদের লেখা “ শেষের সেই দিন ’’ এর স্মৃতিচারণ। বইটি সারাদেশের অভিজাত লিটল মেগ সপে পাওয়া যাচ্ছে।

(টিটি/এটিআর/আগস্ট ১৮, ২০১৪)