বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশের জুয়া খেলার ছবি ও মদের বোতল সামনে রেখে কথপোকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘ডিজিটাল বাংলার রাজনৈতিক সাফল্য’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়া হয়েছে। এরইমধ্যে এসব ছবি ও ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীসহ সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তানজিনুর রহমান পলাশের সমর্থক নেতাকর্মীদের অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে মোরেলগঞ্জ পৌরসভার  মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে গনসংযোগ চালিয়ে যাওয়াই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। প্রতিপক্ষরা তার জনসমর্থন দেখে ভীত হয়ে এসব নোংড়া কাজ করেছে। 

এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে আমি মোরেলগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে গনসংযোগ করছি। আমার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমার প্রতিপক্ষরা সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে উচ্চ প্রযুক্তির সাহায্যে ছবি ও ভিডিত এডিট করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

আমার মাথা কেটে আর এক জনের উপর বসানো হয়েছে। ওই ভিডিওটিও রাজনৈতিক ভাবে আমার ক্ষতি করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৈরী করে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে উচ্চ প্রযুক্তির সাহায্যে নিয়ে অন্যের ছবি ও ভিডিওর উপর আমার মাথা জুড়ে দেয়া হয়েছে। জুয়াতো একজনে খেলা যায়না ? এসব তৈরী করা ছবি ও ভিডিওতে শুধুমাত্র আমাকে দেখানো হয়েছে। তাই আমি আবারো বলবো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আমারা জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষরা এসব নোংড়া কাজ করেছে। বিষয়টি আমি ইতিমধ্যেই মৌখিক ভাবে থানা পুলিশকে অবহিত করেছি। আজ (বুধবার) যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নিয়ে এখন ব্যস্ত রয়েছি। আগামীকাল ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করবো।

এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখা হবে। ঘটনা সত্যি হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে বলে শুনেছি। এবিষয়ে যুবলীগ নেতা এ্যাডভোকেট তাজিনুর রহমান পরাশ বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেনি।

(এসএকে/এসপি/নভেম্বর ১১, ২০২০)