রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে মাস্ক না পরায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলায় বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

দুপুর ১২ টায় শহরের বকুলতলা থেকে ভ্রাম্যমাণ আদালত শুরু করা হয়। পরে শহরের বিভিন্ন শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১০ জনকে ১২ হাজার ২শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন জানিয়েছেন, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের নির্দেশে শহরের বিভিন্নস্থানে আজ ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে ১২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২০)