সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহারি ঢল ও অবিরাম বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে যমুনা তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। পানির প্রবল স্রোতে ও ঘূর্ণাবর্তের কারনে এনায়েতপুরে নদীর ভাঙ্গন রোধে নির্মিত সলিড স্পার বাঁধের মাটির অংশের প্রায় ৩০ মিটার এলাকা যমুনা নদী গর্ভে ধ্বসে গেছে।

এদিকে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জ সদর, এনায়েতপুর, চৌহালী, কাজিপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

তবে বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন।

(এসএস/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)