আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : পাকিস্তানের জিও টেলিভিশনের জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক হামিদ মীর শনিবার বিকেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির বন্দর নগরী করাচির নাথা খান এলাকার শরয়ী ফয়সাল নামক স্থানে তার গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হন। এসময় তার সঙ্গে থাকা আরও এক জ্যেষ্ঠ সাংবাদিক গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত হামিদ মীরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অচেতন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামিদ মীরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান।

উল্লেখ, হামিদ মীরই একমাত্র সাংবাদিক যিনি নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন।

(ওএস/অ/এপ্রিল ১৯, ২০১৪)