স্টাফ রিপোর্টার : ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় অভিযোগ গঠনের জন্য ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ মামলায় ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা আট আসামি হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক(২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০) ।

উল্লেখ্য, গত বছরের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে খুন হন ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা রাজীব।

স্বীকারোক্তি মতে আসামিরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামাজ কক্ষে গিয়ে একে অপর সঙ্গে পরিচিত হন। সেই সময় বাংলাদেশ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রানা তাদের জানায় জনৈক ব্লগার ‘থাবা বাবা’ ইসলাম ও মহানবী (স.) এর নামে বাজে কথা লিখছে। তাকে হত্যা করতে হবে। তা না হলে ইসলাম ও ঈমান রক্ষা করা যাবে না। এভাবেই রানা তাদের হত্যায় উদ্বুদ্ধ করেন।

রাজীবকে হত্যার জন্য ‘ইনটেল’ গ্রুপ ও ‘এক্সিকিউশন’ গ্রুপ নামে দুটি গ্রুপ তৈরি করা হয়। প্রত্যেক গ্রুপে তিনজন করে ছয়জন সদস্য ছিল। ইনটেল গ্রুপ রাজীবের ব্লগ ও ফেসবুকে ঢুকে রাজীবের ছবি সংগ্রহ করে। এরপর ‘ইনটেল গ্রুপ’ শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে রাজীবকে শনাক্ত করে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ বাসার সামনে রাজীবকে খুন করা হয়। ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন সিএমএম আদালতে আটজননের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

(ওএস/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)