মাগুরা প্রতিনিধি : ‘মুজিব বর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে আরো এক ধাপ’। এই শ্লোগানকে সামনে রেখে আলোচনাসভা, ফ্রি ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করেছে সেচ্ছাসেবি সংগঠন মনিংটাচ ও আডিয়াস ফর হেলথ কেয়ার এ্যান্ড রিচার্স মাগুরা শাখা।

শনিবার সকালে শহরের শহীদ সৈদয় আতর আলী সড়কে মনিং টাচ কনফারেন্স রুমে ডায়াবেটিস দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মনিং টাচের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ডায়াবেটিস প্রতিরোধে কর্মসূচি ও সুস্থ্য ও দীর্ঘায়ু জীবন পেতে কর্মপন্থা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মাগুরা ডায়াবেটিস সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ মাখন।

প্রধান বক্তা ছিলেন, আডিয়াস ফর হেলথ কেয়ার এ্যান্ড রিচার্স -এর সভাপতি হুমায়ুন কবীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যথাক্রমে মনিং টাচের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ রজব আলী মজনু, সহসভাপতি কাজী ইকরামুল হক চমো, অ্যাড শংকর কুমার বিশ্বাস, অ্যাড. হাবিবুর রহমান লাবু।

আলোচনাসভা শেষে দিনব্যাপি ফ্রি ডায়াবেটিস, রক্তচাপসহ ও শারীরিক বিভিন্ন সমস্যার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ১৪, ২০২০)