লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ কর্মী শাহিনের জানাযা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জানাযা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাযায় দলীয় নেতাকর্মীসহ নিহতের স্বজনরা অংশগ্রহন করেন।

অভিযোগ রয়েছে, গত ১৪ আগস্ট রাত ১০টার দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলায় নিজ বাড়ির পাশে কুপিয়ে শাহিনকে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষরা।

শাহিনকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

মঙ্গলবার ভোরে লাশটি নড়াইলে এসে পৌছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা শাহিনের বাড়িতে ভিড় করেন।

যুবলীগকর্মী ও নড়াইল চৌরাস্তার ব্যবসায়ী শাহিনের মৃত্যুর ঘটনায় নড়াইল শহরের ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পযন্ত নড়াইল শহরের দোকানপাট বন্ধ রাখেন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার মাসুম আহমদ ভূঞা জানান, শহরে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে, শাহিনের মৃত্যুর ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

(আরএম/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)