বাগেরহাট প্রতিনিধি : জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের মুনিগঞ্জ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর রক্ষা বাঁধ হয়ে শহরমুখি হওয়ার পথেই পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে আর সামনের দিকে অগ্রসর হতে পারেনি। বিক্ষোভ মিছিল করতে না পেরে বিএনপি পরে বিক্ষোভ সমাবেশ করে।

বিএনপি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, শেখ শাহেদ আলী রবি, সরদার লিয়াকত আলী, মো. মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, শেখ শমসের আলী মোহন, মেহেবুবুল হক কিশোর, আইয়ুব আলী মোল্লা বাবু , সুজাউদ্দিন মোল্লা সুজন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন যে, বর্তমান সরকার নতুন সম্প্রচার নীতিমালার মাধ্যমে দেশে একদলীয় বাকশাল কায়েক করতে চায়। সেজন্য বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়ে পন্ড করে দিয়েছে। সরকার ঘোষিত এই সম্প্রচার নীতিমালা দেশের মানুষ কোন অবস্থাতেই মেনে নেমে না। দেশ বিরোধী এই নীতিমালা বাতিলের জন্য প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করা হবে বিএনপি নেতারা সরকারকে হুশিয়ারি করে দেন।

(একে/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)