টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মো. জয়নাল আবেদীন খান, সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. মোতালিব সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসনে, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহীম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

(আরকেপি/এসপি/নভেম্বর ১৫, ২০২০)