সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সারা দেশের ন্যায় রবিবার সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এসিল্যান্ড ও ইউএনও অফিসের তৃতীয় শ্রেনীর কর্মচারীগণ। 

বেতন গ্রেড উন্নিত ও পদবী পরিবর্তনের দাবীতে তারা ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।

সকালে পূর্ণ দিবসের কর্মবিরতি ঘোষনা দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইউএনও অফিসের অফিস সুপার মোঃ নাজিম উদ্দিন, অফিস সহকারী জসিম উদ্দিন ভূঞা, শাহিন মিয়া, সাটমুদ্রাক্ষরিক রাজন চন্দ্র, সার্টিফিকেট সহকারী আব্দুল আজিজ। অপর দিকে এসিল্যান্ড অফিসের অফিস সহকারী শহিদুল্লাহ ও আব্দুল বারি।

অবস্থান কর্মসূচি শেষে ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ শাহিন মিয়া জানান ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবি দাওয়া যদি না মানা হয়, কেন্দ্রীয় কমিটির নির্দেশে ৫ ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি ঘোষনা দেয়া হবে। সেই ঘোষনা মোতাবেক পরবর্তী আন্দোলনের কার্যক্রম চলবে।

জনগণের ভোগান্তির কথা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সারাদিন আমরা কাজ করছিনা জনগনের কষ্টতো হবেই। সরকার আমাদের দাবী মেনে নিলেই আমরা কাজে ফিরব।

(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২০)