টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থী মানিক দেবনাথের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার কুষ্টিয়া গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কুষ্টিয়া বয়লার মিল মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহন ছিল বেশি। স্থানীয় হিন্দু-মুসলিম গৃহবধূরা শিশু কোলে নিয়ে মিছিলে অংশ গ্রহন করে।

এরআগে কুষ্টিয়া বয়লার মিল মাঠে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মানিক দেবনাথের বাবা জাতীয় চার নেতার সঙ্গে হাজতবাসকারী স্বর্গীয় ক্ষিতিশ চন্দ্র দেবনাথের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মাতব্বর মো. বাহাজ উদিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম লাল মিয়া, নরেন্দ্র চন্দ্র পন্ডিত, আনন্দ দেবনাথ প্রমুখ।


(আরকেপি/এসপি/নভেম্বর ১৬, ২০২০)