রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশচদ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে মাদকাসক্ত ও অসামাজিক কাজে জড়িত ব্যক্তিকে সভাপতি মনোনীত করায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে মানববন্ধন শেষে মনোনীত সভাপতিকে প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের সামনে ধনবাড়ি-ডোয়াইল-সরিষাবাড়ী সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে এলাকাবাসী জানান, মহেশচদ্র উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৮ নভেম্বর । কর্তৃপক্ষ বিদ্যালয়ে নিয়মিত কমিটির প্রক্রিয়া না করে এডহক (অস্থায়ী) কমিটির প্রক্রিয়া করেন। এডহক কমিটির সভাপতি হিসেবে চিহ্নিত মাদকাসক্ত ও নানা অসামাজিক কাজে জড়িত রায়দেরপাড়া গ্রামের জাকির হোসেন তোতাক মনোনীত করা হয়।

কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিদ্যালয়ের সামনে ধনবাড়ি-ডোয়াইল-সরিষাবাড়ী সড়কে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার ভৈমিক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল মিয়া, যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

একটি সূত্র জানায়, রায়দেরপাড়া গ্রামর আরাফাত আলীর ছেলে জাকির হোসেন তোতা ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে অসামাজিক, অনৈতিক ও মাদকাসক্তের সুনির্দিষ্ট অভিযোগ এনে গত বছরের ৩ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ স্বাক্ষরিত বহিষ্কারপত্রে তাকে আওয়ামী লীগের সকল স্তরের কার্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ ব্যাপার চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, জাকির হোসেন তোতাকে নতুন সভাপতি হিসেবে মনোনীত করে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করায় বিষয়টি নিয়ে ভাববো।

(আরআর/এসপি/নভেম্বর ১৬, ২০২০)