ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি পোষক কারখানায় তিন নারী শ্রমিককে লাঞ্চিতের ঘটনায় কারখানা কর্মবিরতি। বিচারের দাবিতে এমডিকে অবরোধ করে বিক্ষেভ। পোষক কারখানা ৫ দিনের ছুটি ঘোষনা। কোন প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানার আশপাশে ধামরাই থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিক সুত্রে জানা যায়, ধামরাইয়ের দেপাশাই-ফুকুটিয়া এলাকয় ওডিসি নামে একটি পোষাক কারখানায় বেতন ভাতার দাবিতে শ্রমিকরা কারখানায় অবস্থান নেয়। এ সময় কারখানা মেন্টেনেন্স বিভাগের প্রকৌশলী তৈয়বুর রহমান সাত্তার তিন নারী কর্মীকে কারখানার এডমিনের সাথে আলোচনার জন্য ডেকে নেয়।

আলোচনার এক পর্যায় সাথি নামে এক শ্রমিক শ্রমিকদের পক্ষে জোড়ালো অবস্থান নেয়। আলাচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে কারখানা মেন্টেনেন্স বিভাগের প্রকৌশলী তৈয়বুর রহমান সাত্তার দরজা বন্ধ করে দেয়।

এরপর ওই তিন শ্রমিককে ভয়ভীতি দেখায় পরে লাঞ্চিত করে।এক নারী শ্রুমক জানান গলায় ধরেও লঞ্চিত করেছে।
কারখানা শ্রমিক অসন্তোসের খবর পেয়ে কারখানার এমডি রিপন আহমদ কারখানায় আসলে উত্তেজিত শ্রমিকরা অবরোধ করে, লাঞ্চিত শ্রমিকদের বিচার ও যথা সময়ে বেতন ভাতা পরিশোধের দাবীতে এমডিকে ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রর্শন করেন।

একপর্যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে শ্রমিকরা বিভিন্ন দাবী তুলে ধরেন। এ সময় কারখানার এমডি তৈয়বুর রহমান শ্রমিকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেয়। ব্যাংক থেকে লোন পাওয়ার সাপেক্ষে আগামী শনিবার বেতন ভাতা পরিশোধ ও লাঞ্চিত শ্রমিকে বিচারের আশ্বাস প্রধান করেন। এর পর কারখানা আগামী শুক্রবার পযন্ত বন্ধ ঘোষনা করেন।

বিকেলে পরিস্থিতি শান্ত হয়। দেপাশাই ফুকুটিয়া এলাকায় ওডিসি শিল্প এল্কাায় পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে।

(ডিসিপি/এসপি/নভেম্বর ১৬, ২০২০)