বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রাম থেকে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামে চুরি করে নেয়া এক নবজাতক দু’দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ভোররাত থেকেই ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে দাবী করেছে পুলিশ। এঘটনায় শিশুটি দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে জ্ঞাতদের নামে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় অপহরন মামলা করেছে। 

অপরদিকে একমাত্র নবজাতক সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় শিশুটির বাবা জেলে সুজন খান ও সানজিদার মা শান্তা আক্তার জানান, রবিবার রাত ১১টার দিকে স্বামী- স্ত্রী মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে আমরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখে শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারনে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবী করেছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল মঙ্গলবার বিকালে বলেন, ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এসএকে/এসপি/নভেম্বর ১৭, ২০২০)