টাঙ্গাইল প্রতিনিধি : মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র কবরে শুয়ে আছে; এখন কি হরিবল বলে আগুন দিবেন, নাকি মাটি দিবেন- এটারই অপেক্ষায় আছে মানুষ। 

তিনি বলেন, আমরা গণতন্ত্র দেখতে চাই, জবাবদিহিতা দেখতে চাই, মানুষের কথা বলার অধিকার চাই। এ সময় ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিএম শাফিউর রহমান, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য মো. আকতার হোসেন তাঁর সাথে ছিলেন।

(আরকেপি/এসপি/নভেম্বর ১৭, ২০২০)