সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী মোজাফরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মাঝি হতে চান মোঃ মাহমুদ হাসান চৌধুরী। বর্তমানে তিনি মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।

এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ মোজাফরপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কয়েক বছর। তার বাবা মরহুম জালাল উদ্দিন চৌধুরী ওরফে বেনু চৌধুরী দীর্ঘদিন মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া মোজাফরপুর ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মাহমুদ চৌধুরী রাজনীতির পাশাপাশি গগডা মোজাফরপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির পর পর তিনবার সভাপতি, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ মোজাফরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য এবং গগডা হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার সদস্য। বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের কৃতি সন্তান মাহমুদ চৌধুরী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে দলীয় নেতাকর্মী সহ সাধারন জনগণের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণযোগাযোগ রক্ষা করে চলছেন। সকল মহলেই নৌকা প্রতীক নিয়ে তার প্রার্থী হওয়ার বিষয়টি সবার মুখে মুখে ফিরছে।

মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদ চৌধুরীর একজন সৎ ও জনপ্রিয় সম্ভাব্য প্রার্থী। নৌকা প্রতীক পেলে তিনি নিশ্চিত জয় লাভ করবেন। তার বাবাও ছিলেন, এই ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান এবং আওয়ামীলীগের কান্ডারী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে তার রয়েছে পরিচিতি ও ব্যাপক জনমত।

(এসবি/এসপি/নভেম্বর ১৮, ২০২০)