স্টাফ রিপোর্টার : ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলাবার বেলা ১১টায় রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে ঢাকায় ১০০টি স্কুলে ১৭০০ কম্পিউটার ল্যাব কর্মসূচির সমাপ্তকরণ ও প্রতিটি স্কুলের দু'জন করে মোট ২০০ জন শিক্ষককে দেওয়া প্রশিক্ষণের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মো. সাদিক, বাংলাদেশ নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত মি. লি-ইউন-ইওং, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ)-র আবাসিক প্রতিনিধি মিস্ কিম-বুক হি, মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল হক।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যখন ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ঘোষণা করেছিলেন তখন অনেকে তা বিশ্বাস করতে চাননি। অনেকে একে অবাস্তবও মনে করেছেন।

মাত্র কয়েক বছরের মধ্যে ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ বলেন, এখন দেশের ১১ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। সাড়ে চার কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। প্রত্যন্ত গ্রামে বসে মা-বাবা এখন প্রবাসী ছেলের সঙ্গে কথা বলছেন, তার ভিডিও ছবি দেখছেন।

শিক্ষাখাতে তথ্য প্রযুক্তি প্রভূত সম্প্রসারণ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ২০ হাজার, ৫০০ স্কুল-কলেজ-মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর একজন করে শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন।

তিনি বলেন, এর জন্য একটি কেন্দ্রীয় ‘শিক্ষক বাতায়ন’ খোলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য দপ্তরসমূহে রেজিস্ট্রেশন করাসহ অধিকাংশ কাজ এখন অনলাইনে করা হয়।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)