স্টাফ রিপোর্টার : জলবায়ু সঙ্কট মোকাবেলায় অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁওয়ে ‘নিউ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ক্লাইমেট অ্যান্ড ইকোনোমিক রিপোর্ট অন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ‘জলবায়ু সঙ্কট মোকাবেলায় অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, বিদেশি দাতাদের ব্যাপারে আমরা অনেকেই অভিযোগ করি তারা ঠিকমতো টাকা দিচ্ছেন না। কিন্তু যে টাকা তারা দিচ্ছে, আমরা কিভাবে খরচ করছি, কাকে দিচ্ছি সেটার ধারণা স্পষ্ট নয়। প্রাপ্ত অর্থের ব্যবস্থাপনা আমাদের আগে নিশ্চিত করতে হবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সমস্যা নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ সচিব শফিকুর রহমান পাটোয়ারি, এডিবির ভাইস বিন্দু এন লোহানি, জলবায়ু বিশেষজ্ঞ মাহফুজউদ্দিন আহমেদ, কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)