স্টাফ রিপোর্টার : মঙ্গলবার দুপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসমাবেশকে ঘিরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে  এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। 

এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

সরেজমিনে দেখা গেছে, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহাবাগ, মৎস ভবন, পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে ।

সমাবেশেকে ঘিরে নাশকতা ও সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশস্থলে বিপুল সংখ্যক লোকসমাগম হবে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

তাই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা এড়াতেই এই নিয়াপত্তা ব্যবস্থা বলেও তিনি জানান।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)