বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় মঙ্গলবার সকালে বামনা ডিগ্রি কলেজ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় অমি তালুকদার হামলা চালায়। হামলায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার সহ ৯ জন গুরুতর আহত হয়।

হামলায় অন্য আহতরা হলেন, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীজাদা আজগর হায়াত, বামনা ডিগ্রি কলেজে প্রভাষক মো. সামছুল আলম, ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী মোসা. আয়শা সিদ্দিকা, উপজেলা ছাত্ররীগের স্কুল বিষয়ক সম্পাদক মানজুরুল হক বাক্কি, সদস্য আলামীন হোসেন জনি, ছাত্রলীগ নেতা মোর্শেদ শাহরিয়া, মাছুম বিল্লাহ। হামলাকারী তার দলবল নিয়ে বীরদর্পে কলেজ ক্যাম্পাস থেকে বেড়িয়ে যাওয়ার পরে আহতরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে বামনা থানাপুলিশের রহস্যজনক ভুমিকা পালনের সুযোগে ওই হামলাকারী তার দলবল নিয়ে পুনরায় হাসপাতালে অবস্থাররত আহতদের উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা চালানোর চেষ্টা করলে উপজেলা ছাত্রলীগ নেতা মো. হেমায়েত মোল্লা হামলা কারীকে বাঁধা দিলে তিনিও ছুড়ির আঘাতে ঘুরুতর আহত হন। উপজেলা ছাত্রলীগের নেতারা হামলা কারীকে ঘেরাও করলে বামনা পুলিশ অমি তালুকদারকে গ্রেফতার করে পুলিশের পাহারায় চিকৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠায় । এই ঘটনায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।
(এমএইচ/এএস/আগস্ট ১৯, ২০১৪)