স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে একটু দূরেই দনিয়া ইউনিয়নের রসুলপুর এলাকা। সারা দেশের মত এখানেও প্রশান্তির বৃষ্টি হয় কিন্তু সেই প্রশান্তির বৃষ্টি এ এলাকাবাসীর জন্য প্রশান্তিই বয়ে আনে না সাথে অশান্তিও।

অশান্তির নাম হলো জলাবদ্ধতা। এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ার কারণেই মূলত এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। একটু ভারি বৃষ্টি হলেই এলাকাবাসীকে পোহাতে হয় নানান দুর্ভোগ। একে জলাবদ্ধতা অন্যদিকে খোলা ড্রেন। রাস্তা যখন পানিতে ঢাকা তখন খোলা ড্রেনে পরে অনেকেই দুর্ঘটনা কবলিত হচ্ছেন। এমনই এক ব্যক্তি এই এলাকার বাসিন্দা কালাম সরদার। অফিসে যাওয়ার পথে ছেলে জাহিন সরদারকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছেলেকে নিয়েই পড়ে যান খোলা ড্রেনে। এই বিব্রতকর পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়ার পর কালাম সরদারকে উত্তরাধিকার ৭১ নিউজের পক্ষ থেকে প্রশ্ন কারা হলে তিনি বলেন, আজ কয়েক বছর ধরে এখানে আছি। বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরকম ঘটনা বৃষ্টি হলেই ঘটে থাকে এর আগেও অনেককে অফিস-আদালতে যাওয়ার সময় এই বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে বলে তিনি মন্তব্য করনে।
উল্লেখ্য যাত্রাবাড়ীর অনেক এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় হলেও রসুলপুর এলাকাটি দনিয়া ইউনিয়ন পরিষদের অধীনে।
(এসএমআর/এএস/আগস্ট ১৯, ২০১৪)