বিশেষ প্রতিবেদক, দিনাজপুর : রংপুরের ইনডিপেন্ডেট টিভির ক্যামেরাপারসন লিমন মিয়া, মেহেরপুরে ডিবিসি টিভি‘র প্রতিনিধি আবু আক্তার কিরনসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, মামলাসহ হয়রানী’র প্রতিবাদে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি।

দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আজ শুক্রবার সকাল ১১ থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন।

মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, চ্যনেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, ৭১ টেলিভিশনের প্রতিনিধি কংকন কর্মকার, ডিবিসি টিভির প্রতিনিধি মোর্শেদুর রহমান, দেশ টিভি‘র প্রতিনিধি আবুল কাশেম, আমাদের সময়ের প্রতিনিধি সম্পাদক রতন সিং, এসটিভি‘র দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম, এনটিভি’র প্রতিনিধি ফারুক হোসেন, এশিয়ান টিভি’র প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, টেলিভিশন ক্যামেরা পার্সন টিভি‘র ক্যামেরাপারসন মোস্তফা কামাল, আব্দুস সালামসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন ইনডিপেন্ডেন্ট টিভি‘র প্রতিনিধি সালাহ উদ্দীন আহমেদ,দৈনিক দিন বদলের সংবাদের যুগ্ম সম্পাদক কাশি কুমার দাশ ঝন্টু, প্রথম আলো’র প্রতিনিধি রাজিউর রহমান রাজু, নিউজ ২৪ প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, মাই টিভি প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, দৈনিক সকালের সময় প্রতিনিধি মাসুদ রেজা হাই, ডেইলি ইন্ড্রাস্ট্রির প্রতিনিধি জিন্নাত হোসেন, দৈনিক জনমতের স্টাফ রিপোর্টার কৌশিক বস, সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা,টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন-টিসিএ দিনাজপুরের সাধারন সম্পাদক মনজিদ আলম শিমুল,যুগ্ম- সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও ক্যামেরা পার্সনরা।

(এস/এসপি/নভেম্বর ২০, ২০২০)