সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার পেল বিশেষ চাহিদা সম্পন্ন ৪শ ৮৭ শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে সান্দিকোনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১শ ৭৭ শিক্ষার্থীর হাতে শুকনো খাবার তুলে দেন নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল।

এ উপলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার।

সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, শুকনো খাবারের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৪ পিস নুডলস, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মুশুর ডাল ও ১ কেজি লবন।

তিনি আরো জানান, ৪৮৭ জনের মধ্যে সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমির ২শ ৮০ ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে এর আগে শুকনো খাবার বিতরন করা হয়।

(এসবি/এসপি/নভেম্বর ২০, ২০২০)