স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

গত ১৮ আগষ্ট সোমবার রাত ৯ টায় উপজেলার তেলিকোনা-সাহাপাড়া এলাকায় দুর্গা মন্দিরের পেছনে মাদক বিক্রি করার সময় মাদকবিক্রেতা অপু চন্দ্র দাসকে হাতেনাতে ধরে এলাকাবাসী। আটককৃত মাদক ব্যবসায়ি অপুর সাথে ২৫ পুটলি গাঁজা ও ২০-২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ি অপু চন্দ্র দাস দীর্ঘদিন ধরে জগন্নাথপুর এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগএলাকাবাসীর।
এ ব্যাপারে কুমিল্লা সদরের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সোহেল জানান, মাদক ব্যবসায়ি অপু চন্দ্র দাস দীর্ঘদিন ধরে জগন্নাথপুর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার রাতে মাদক বিক্রি করার সময় তাকে আটক করে এলাকাবাসী। এসময় আটককৃত মাদক ব্যবসায়ি অপুর সাথে ২৫ পুটলি গাঁজা ও ২০-২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ি অপুকে কোতয়ালী থানা পুলিশ আটক করে নিয়ে যায়।
মাদক ব্যবসায়ি অপু চন্দ্র দাসের বাড়ি সিলেট জেলায়। তার পিতার নাম রূপেশ চন্দ্র দাশ। তারা জগন্নাথপুরে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটে হিসেবে দীর্ঘীদন বসবাস করছিল।
(এইচকেজে/এএস/আগস্ট ১৯, ২০১৪)